নিজস্ব প্রতিনিধি, লকডাউনের জেরে শ্রমিকের অভাব সাথে কীটনাশক ওষুধের কালোবাজারির ফলে চরম সমস্যায় পড়েছে মালদা জেলার আম চাষীরা। সম্প্রতি বৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান মালদার আম চাষীরা। এমন দৃশ্য দেখা গেল ইংরেজবাজারের সাগরদিঘির আমবাগান গুলিতে। যেটুকু মুকুল আছে তাকে বাঁচাতে এই মুহূর্তে প্রয়োজন কীটনাশক স্প্রে । কিন্তু এই মুহূর্তে লকডাউনের মাঝে পাওয়া যাচ্ছে না কীটনাশক ঔষধ। যদিও বা পাওয়া যাচ্ছে চড়া দামে কিনতে হচ্ছে আম চাষীদের। আম চাষীদের অভিযোগ ১ লিটার একটি কীটনাশক ওষুধ কিনতে তাদের ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিতে হচ্ছে। এছাড়া লকডাউন থাকায় স্প্রে করার জন্য শ্রমিকের অভাব দেখা দিয়েছে। ফলে এই চরম সমস্যায় পড়েছে মালদা জেলার আম চাষিরা।