December 10, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

শৈশবের নস্ট্যালজিয়া ফেরাতে নতুন রুপে ফিরে আসছে গুপি গাইন বাঘা বাইন

সত্যজিৎ রায় এর পরিচালনায় গুপি গাইন বাঘা বাইন সিনেমা আমাদের ছোট বেলায় প্রায় সবারই দেখা। এবার সেই শৈশবের সেই নস্ট্যালজিয়া আরও একবার ফিরে আসতে চলছে রঙ্গন চক্রবর্তীর নতুন ছবি গুপী বাঘা ইন হাফগানিস্তান সিনেমার মাধ্যমে। এই ছবিতে সুপারস্টার দেব এবং তাঁর সঙ্গী হিসেবে দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়কে। জানা গেছে, গুপী গাইন বাঘা বাইন ছবির আধুনিক ফরম্যাটে করা হচ্ছে এই ছবি। গুপীর ভূমিকায় দেব এবং বাঘার ভূমিকায় রাহুল বন্দ্যোপাধ্যায়। পরিচালক রঙ্গন চক্রবর্তী অনেকদিন আগেই এই ছবিটি আধুনিকভাবে তুলে ধরার কথা ভেবেছিলেন কিন্তু নানা কারনে তা বাস্তবায়িত হয়নি। জানা গেছে, গুপী বাঘা দুই বন্ধুর ভবিষ্যৎ পরিকল্পনা তাদের নিজেদের ব্যান্ড খুলবে। কিন্তু তবে বাঁধা দেয় গুপী-বাঘার পরিবার। এরপর তারা পরিস্থিতির চাপে পৌঁছে যাবে হাফগানিস্তান নামে এক জায়গায়। এই নিয়েই ছবির গল্প। ২০১৯-এই পঞ্চাশে পা দিয়েছে গুপী গাইন, বাঘা বাইন ছবি। কিছুদিনের মধ্যেই দর্শকদের সামনে আসতে চলেছে এই সিনেমা।