পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ শেষকৃত্য সম্পন্ন হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দিল্লির বাসভবনে তাঁর দেহ শায়িত ছিল। তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাস্ক পরে ৬ ফিট দূরত্বে দাঁড়িয়ে প্রণব মুখোপাধ্যায়কে শেষ বিদায় জানালেন সবাই। শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হল প্রণব মুখোপাধ্যায়ের মরদেহ। বেলা ২.৩০টে নাগাদ অন্ত্যেষ্টি হয়। প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করে ২ মিনিট নীরবতা পালন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রণব মুখোপাধ্যায়কে শেষশ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও তিন বাহিনীর প্রধানরাও মঙ্গলবার সকালে প্রয়াত ভারতরত্নকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।