October 4, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

শুরু হয়ে গিয়েছে আরজি কর মামলার শুনানি

শুরু হয়ে গিয়েছে আরজি কর মামলার শুনানি। শুনানির শুরুতেই এদিন নিয়মমাফিক দ্বিতীয় তদন্ত রিপোর্ট পেশ করে সিবিআই। এরপর খুঁটিয়ে সেই রিপোর্ট করে দেখেন বিচারপতিরা। পরেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান চার্জশিট জমা দিতে কত দিন লাগবে।

প্রধান বিচারপতির প্রশ্নের সলিসিটর জেনারেলের পক্ষ থেকে বলা হয়, প্রথম গ্রেফতারির ৬০ থেকে ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করার কথা। এই প্রসঙ্গে তাঁর পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, ‘এই মুহূর্তে আরজি কর-কাণ্ডের তদন্ত ‘খুবই গুরুত্বপূর্ণ জায়গায়’।

সিবিআইয়ের দেওয়া রিপোর্ট পড়ে বিচারপতি চন্দ্রচূড়ের আরও পর্যবেক্ষণ, “সিবিআইয়ের তদন্ত ঘুমিয়ে যায়নি। তারা তদন্ত করছে। তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে।” একই সঙ্গে তিনি বলেন, “তদন্ত চলছে। এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্তপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা প্রকাশ্যে আনতে পারব না তদন্তের গতিপ্রকৃতি। আগামী দিনের তদন্তের গতিপ্রকৃতির যাতে জিওপার্ডাইজড না করা হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”