January 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

শুভেন্দু অধিকারীর দ্রুত আরোগ্য কামনা করে পূজা অর্চনা করে তার অনুগামীরা

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:– পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের বৈঁচা তারা মা মন্দিরে করোনা আক্রান্ত রাজ‍্যের পরিবহন মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় এক বিশেষ পূজাপাঠ ও যজ্ঞের আয়োজন করল এগরার শুভেন্দু অনুগামীরা। প্রসঙ্গত,গত কয়েকদিন আগে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মা গায়েত্রী অধিকারী করোনা আক্রান্ত হয়ে কলকাতায় এক হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই তাদের দ্রুত আরোগ্য কামনায় রবিবার ওই তারা মা মন্দিরে এক বিশেষ পূজাপাঠ ও যজ্ঞের আয়োজন করেন অনুগামীরা। অন্যদিকে পটাশপুর ১ নং ব্লকের কালী মন্দিরে পুজো দিলেন দলের ব্লক তৃণমূল কং এর সভাপতি তাপস কুমার মাজি। সঙ্গে এগরা শহরে পুজো দিলেন দলের শহর তৃণমূল কং এর সভাপতি জয়ন্ত সাহু। গত কয়েকদিন আগে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মা গায়েত্রী দেবি একই সাথে করোনা আক্রান্ত হয়েছিলেন, বর্তমান তাঁরা কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন। সেক্ষেত্রে রাজ্যের মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে চলেছে তাঁর অনুগামীরা। শুভেন্দু অধিকারীর ছবি সামনে রেখে পূজার্চনা ও হোমযোজ্ঞের কাজ চলে যাতে শুভেন্দুবাবু দ্রুত সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসতে পারেন। পাশাপাশি শুভেন্দু অধিকারির বাবা সাংসদ শিশির অধিরারীর সু-স্বাস্থ ও আরোগ্য কামনা করেও পূজো দিলেন জেলার তৃণমূল কং এর একাধিক নেতারা।