July 10, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

শান্তিপুর পৌরসভার গেস্ট হাউসে সাংবাদিক বৈঠক

শান্তিপুর পৌরসভার পৌর গেস্ট হাউসে সাংবাদিক বৈঠক। বাংলা নিজের মেয়েকেই চাই এই স্লোগানের মধ্যে দিয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করলো শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক অজয় দে। আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, শান্তিপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর একাধিক নেতৃত্ব। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার অন্তর্গত বেশিরভাগ ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরেরা। আজকের এই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক অজয় দে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে সে কখনো নিজের কথা ভাবি নি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বাংলার সাধারণ মানুষের জন্য একের পর এক প্রকল্প নিয়ে এসেছে। তাতে উপকৃত হয়েছে বাংলার সাধারন মানুষই, এছাড়াও দুয়ারের সরকার ও স্বাস্থ্য সাথী প্রকল্প বিশ্বের কাছে এক অন্যতম নজির গড়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বহিরাগত কয়েকটি রাজনৈতিক দল বাংলায় সাম্প্রদায়িক বিবাদ সৃষ্টি করে মানুষকে ভুল বুঝিয়ে দমন করার চেষ্টা চালাচ্ছে। সেটা বাংলার মানুষ কিছুতেই মেনে নেবে না। তার জবাব সাধারণ জনগণই দেবে।