January 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

শহরের ভবঘুরেদের খাবার দিয়ে শিক্ষক দিবস উদযাপন একদল যুবকের

মালদাঃ- করোনা ভাইরাস এর ফলে এইবার একটু অন্যরকম ভাবে শিক্ষক দিবস উদযাপন করলো একদল তরুণ যুবক। তারা বিগত কিছুদিন থেকে শিক্ষক দিবসের কথা মাথায় রেখে গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিপস উপলক্ষে “ইস্টার্ন রেলওয়ে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস” মালদা শাখার হেড কোয়ার্টার গ্রুপ এর কিছু সদস্য মালদা শহরের ভবঘুরে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো। এদিন মালদা শহরের ভবঘুরের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছিলো। সদস্যরা রাত্রের খাবার নিয়ে মালদা টাউন রেলওয়ে স্টেশনে এর আশপাশে থাকা প্রায় ১০০ জন দুস্থ মানুষদের কাছে সেই খাবার তুলে দিলো। বর্তমানে রেল চলাচল ব্যবস্থা বন্ধ থাকার কারণে অনেক ভবঘুরে অভুক্ত হয়ে থাকে, তাদের কথা মাথা রেখেই এই কর্মসূচি।
সংস্থার সদস্য ফরহাদ, রাহুল, পিংকি, নেহা ও চুমকি দের সাথে কথা বললে জানা যায় তারা মাঝে মাঝেই দুস্থ মানুষদের খাবার খাইয়ে থাকেন। শুধু আজ নয় আমরা বিগত দিনে মানুষের পাশে দাঁড়িয়ে ভবঘুরেদের রাতের খাবার তুলে দিয়েছি আজও তার ব্যতিক্রম নয়। আগামীতেও তারা সকলে এইভাবেই মানুষের সেবা করে যেতে চাই, মানুষের পাশে থাকতে চাই । এমনই বার্তা দিয়েছে আমাদের।