মরসুমে প্রথমবার কুড়ির নীচে নামল কলকাতার তাপমাত্রা। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার পর্যন্ত এই প্রবণতা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ৯-১০ নভেম্বর নাগাদ আবার আকাশে মেঘ ঢুকতে পারে।
গত কয়েকদিন ধরেই শীতের আমেজ পেতে শুরু করেছে মহানগরী। ভোর হলেই শিরশিরানি অনুভব করা যাচ্ছে। বেলা বাড়লে তা উধাও হলেও আবার সন্ধে নামতেই ফিরছে ঠান্ডা ঠান্ডা ভাব। গত ২ দিনে তাপমাত্রা নেমেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস।তবে জমিয়ে ঠান্ডা পাওয়ার জন্য শহরবাসীকে মাঝ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।