মালদা ঃ এক শরীরচর্চা সংস্থার উদ্যোগে রবিবার ইংরেজবাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লি বাপুজী কলোনি এলাকায় আয়োজন করা হলো স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের।অতিথি বরণের মধ্যে দিয়ে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ওয়ার্ড কো-অর্ডিনেটর দোলন চাকি, ওই সংস্থার কর্ণধার কুসুম সহ অন্যান্য। এদিন প্রায়৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয় প্রতিবছরই তারা এই উদ্যোগ নিয়ে থাকেন। তারই অংশ হিসেবে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় অন্যান্য সংস্থা কেও এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।