শুক্রবার লাদাখের মাটিতে দাঁড়িয়ে চিনকে কড়া বার্তা প্রতিরক্ষা মন্ত্রীর। আর শনিবারই পৌছে গেলেন অমরনাথে। পহেলগাম থেকে কপ্টারে। তারপর প্রায় এক ঘণ্টা কাটালেন গুহায়। ৪৪ নম্বর জাতীয় সড়কে তীর্থযাত্রীদের ওপর হামলা হতে পারে বলে সতর্কতা ছিল। সেই আবহেই অমরনাথ যাত্রা রাজনাথের। ছিল মাছি না গলা নিরাপত্তা।লাদাখ ও জম্মু-কাশ্মীর সফরের দ্বিতীয় দিনে অমরনাথে পুজো দেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে ছিলেন সেনাপ্রধান এমএম নারাভানে ও চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। চতুর্থ সেনা কমান্ডার বৈঠকের দু’দিনের মধ্যেই লাদাখ গিয়ে সেনা মহড়ায় অংশ নিলেন রাজনাথ। পরে তিনি জানান, আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান হওয়া বাঞ্ছনীয়। কিন্তু তা কতটা হবে তা এখনই বলা যাচ্ছে না। গত কাল বিকেলে লাদাখ সফর শেষে শ্রীনগরে আসেন রাজনাথ। আজ যান কুপওয়ারা জেলার ফরোয়ার্ড পোস্টে। কথা বলেন জওয়ানদের সঙ্গে। পরে অমরনাথ গুহা দর্শনে যান তিনি।