January 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

শঙ্খ, কাঁসর, ঘন্টা হাততালি তে দেশের বীরদের শ্রদ্ধা সেলেব মহলের

রবিবার ছিল জনতা কার্ফু. করোনা সংক্রমণ থামাতে সকাল থেকেই ফাঁকা রাস্তাঘাট. কিন্তু বিকেল পাঁচটা বাজতেই পাল্টে গেলো চিত্র. যারা নিজের পরোয়া না করে করোনা মোকাবিলায় দিন রাত এক করে দিচ্ছেন, তাদের শুভেচ্ছা জানালো গোটা দেশ. সেই তালিকা থেকে বাদ গেলেন না সেলেবরাও.

সারা দেশ মুখর হয়ে উঠল ঘণ্টা-কাঁসর আর শাঁখের আওয়াজে। হাততালি দিয়ে অভিবাদন জানালেন দীপিকা ও রণবীর. কার্তিক আরিয়ানও নিজের মতো করে ধন্যবাদ জানালেন। নিজের হাইরাইজের ব্যালকনিতে দাঁড়িয়ে এখনও যে সমস্ত মানুষ কাজ করে যাচ্ছেন, তাঁদের ধন্যবাদ জানালেন বলি পাড়ার হার্টথ্রব ভিকি কৌশল। নিজের ব্যালকনিতে থালা-বাসন নিয়েই বাজাতে শুরু করেছিলেন অনুপম খের। কাঁসর বাজাতে দেখা গেল কর্ণ জোহরকেও।

বিগ বি ও গোটা পরিবার ধন্যবাদ জানালেন জরুরি পরিষেবায় থাকা দেশের সব রিয়েল হিরো দের. পিছিয়ে নেই টলিউডও রাজ শুভশ্রী, টোটা রায়চৌধুরী, দেব সবাই কেউ শঙ্খ বাজিয়ে আবার কেউ হাততালি দিয়ে শ্রদ্ধা জানালেন