May 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

ল ক্লাকস এসোসিয়েশন মালদা জেলা শাখার পক্ষ থেকে রক্তদান শিবির

বামনগোলা: করোনা আতঙ্ক কাটিয়ে মানুষের জন্য রক্তদান শিবির আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ ল ক্লাকস এসোসিয়েশন মালদা জেলা শাখার পক্ষ থেকে। এদিন খিড়িপাড়া একতা সংঘ পাকুয়াহাট, ভারত স্কাউট অ্যান্ড গাইডস ও পাকুয়াহাট সমাবেত প্রয়াসের সহযোগিতায় এই রক্ত দান শিবিরের আয়োজন করা হয় বামন গোলা বি.এল.এ্যনড আরও অফিস সামনে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্ত সংকট মেটাতে মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে এই রক্ত দান শিবিরের আয়োজন করা হয় খিরিপাড়া এলাকায়। এই রক্তদান শিবিরে ৩৫জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান করে এই শিবিরে সূচনা করেন শুভব্রত মিএ বি.এল.এনড এর.আর বামনগোলা, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ -ল-ক্লাকস এসোসিয়েশনের মালদা জেলা শাখার সম্পাদক চন্দন কুমার ঝাঁ, ব্লক ইউনিট সম্পাদক প্রশান্ত প্রামাণিক, ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার, শিবিরের কর্ণধার শিবলাল সরকার প্রমূখ।সকলকে ধন্যবাদ জানান রক্তদান শিবিরের আয়োজক সংস্থার সভাপতি খোকন মন্ডল।