October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লোকাল ট্রেন পরিষেবা চালু করার অনুরোধ জানিয়ে রেলওয়ে বোর্ডকে চিঠি পাঠাল রাজ্য

নিয়ন্ত্রিতভাবে রাজ্যে মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা চালু করার অনুরোধ জানিয়ে শুক্রবারই রেলওয়ে বোর্ডকে চিঠি পাঠাল পশ্চিমবঙ্গ সরকার। যাত্রীদের মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। শুক্রবার রাতে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের মতামত এবং অবস্থান জানিয়ে এই চিঠি পাঠান রেল বোর্ডে। উল্লেখ্য, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলায় যদি লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা ধাপে ধাপে শুরু করা হয়, তাহলে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। এমনকি ৬ জুলাই করোনা সংক্রমণের ভয়ে যে ৬টি শহরে বিমান যাওয়া-আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী, তাও তুলে নেন বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে।