July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লাদাখ সীমান্তে সংঘর্ষে প্রাণ হারালো ২০ জন ভারতীয় সেনা

১৯৬২র পর ২০২০। ভারত চিনের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধের আবহ। মে মাসের ৫ তারিখ থেকে শুরু হওয়া অশান্তি রক্তক্ষয়ী রূপ নিয়েছে মঙ্গলবার। লাদাখ সীমান্তে সংঘর্ষে প্রাণ হারালো ২০ জন ভারতীয় সেনা। গুলি বিনিময় নয়, রড, কাটা লাগানো বালা, পাথর, বেয়োনেট দিয়েই চলেছে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গত ৪৫ বছর পর চিনা হামলায় এত বড় মৃত্যুর ঘটনা ঘটেছে। সূত্রের খবর, গালোয়ান ভ্যালিতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কি পয়েন্ট ১৪ তে তাঁবু ফেলেছিল চিনা সেনা। ভারতীয় সেনাদের পক্ষ থেকে ওই পয়েন্ট ছেড়ে দিতে বলা হলে চিনা সেনারা রাজি হয়নি তারপর থেকেই শুরু হয় সংঘর্ষ।
১৯৬৭ সালে সিকিমের নাথুলা এবং চো লায় অনুপ্রবেশকারী লালফৌজকে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এলাকাছাড়া করেছিল ভারতীয় সেনা। ১৯৭৫ সালের অরুণাচল প্রদেশের টুলুংলায় অসম রাইফেলসের টহলদার বাহিনীর ওপর হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছিল চিনাসেনা। তারপর প্রায় ৪৫ বছরে কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। ২০ জন সেনা শহীদ হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে আমেরিকা। ভারত-চীন সীমান্তে চলা অচলাবস্থার ওপর তারা নজর রাখছেন বলেই জানালেন মার্কিন মুখপাত্র। ইতিমধ্যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথা হয়েছে।