June 4, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

লাইনে দাঁড়িয়ে থেকে স্বাস্থ্য সাথীর কার্ড নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

মালদা: লাইনে দাঁড়িয়ে থেকে স্বাস্থ্য সাথীর কার্ড নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। রবিবার সপরিবারে মালদা জেলা প্রশাসনিক ভবনে হাজির হয়ে আর চারটে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে থেকে স্বাস্থ্য সাথীর কার্ড নেন তিনি। এই বিষয়ে রাজ্যের প্রাক্তন
মন্ত্রী তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথী। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য সাথী কার্ডের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সপরিবারে তিনি এই স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করেন। খুব ভালো রাখছে এরকম একটা অভিজ্ঞতার।