ফের দুর্ঘটনার কবলে ট্রেন। লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস। শনিবার সকালেই ঘটেছে এই দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, মধ্যপ্রদেশের জব্বলপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় সোমনাথ এক্সপ্রেসের দু’টি বগি। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর অনুযায়ী, ইন্দোর থেকে জব্বলপুর থেকে ইন্দোর আসছিল এই ট্রেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় রেল আধিকারিকদের টিম। জানা গিয়েছে, ট্রেনের গতি বেশি হলে বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। বর্তমানে ট্র্যাক পরিষ্কার করার কাজ চলছে।
সিপিআরও হর্ষিত শ্রীবাস্তব জানিয়েছেন, ইন্দোর-জব্বলপুর ওভার নাইট এক্সপ্রেসের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। ৬ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সময় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
More Stories
আজ আরজিকর জনস্বার্থ মামলার শুনানি
কেরলে এবার নতুন আতঙ্ক এমপক্স বা মাঙ্কিপক্স
রিলায়েন্স ফাউন্ডেশনের নয়া সংযোজন