
মালদাঃ-লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক মটরবাইক চালকের।গুরুতর আহত আরো দুজন।ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ রতুয়া-১ নং ব্লকের ভাদো পেট্রলপাম্প সংলগ্ন রতুয়া চাঁচল রাজ্য সড়কে।
পুলিশ সূত্রে জানা যায় মৃত্যু ব্যক্তির নাম হাবিবুর রহমান (২৪)। বাড়ি রতুয়া-১নং ব্লকের ভাদো অঞ্চলের বিহারী গ্রামে। যুবকের অকাল মৃত্যুতে রতুয়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মৃত্যু দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান পুলিশ।
আহত দুই যুবককে স্থানীয়রা রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে ডাক্তারবাবুরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন বলে খবর।
স্থানীয় সূত্র জানা যায় রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ একজন সাইকেলে করে ও দু’জন বাইকে করে ভাদো স্ট্যান্ডের দিকে যাচ্ছিল,সেইসময় আচমকা সাইকেল ও বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং বাইক চালক ছিটকে পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে রতুয়ার দিক থেকে সামসীর দিকে দ্রুত গতিতে আসছিল পণ্যবাহী একটি লরি।ঘটনাস্থলে লরিরচাকায় পিষ্টহয়ে মৃত্যু হয় ওই বাইক চালকের।ঘাতক লরি চালককে আটক করেছে পুলিশ এবং লরিটি থানায় নিয়ে আসে।
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে
আগামী দু’মাস তীব্র দহনজ্বালা