January 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

লক ডাউনের বিধিনিষেধ ভেঙ্গে বিনামূল্যে গ্যাস পাওয়ার জমজমাট ভীড় বালুরঘাটে

মহামারী নোভেলকরোনা ভাইয়ারসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলছে লক ডাউন। এপ্রসঙ্গে বারবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সকলেই বলছেন লকডাউন কে মেনে চলার জন্য। কিন্তু বালুরঘাট থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গ্যাস কাউন্টারে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। সামাজিক দূরত্বের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রধাওমন্ত্রী উজালা যোজনায় গ্যাস নেওয়ার জন্য লোকে দেদার ভিড় জমিয়েছেন গ্যাস কাউন্টারের সামনে। কেউবা ভোর রাত থেকে এসে লাইন দিয়েছেন বিনা পয়সায় গ্যাস নেওয়ার জন্য। আর এর ফলে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আধিকারিকদের। তবে বার বার লক ডাউনের বিধি ভেঙ্গে লকজনের এই ভিড় বারানোর প্রবিত্তি নিয়ে কপালে ভাঁজ স্বাস্থ্য আধিকারীকদের।