December 30, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউন না মানলে তেলেঙ্গানায় গুলি, নিদান কে চন্দ্রশেখর রাও-র

করোনা সংক্রমন রুখতে ইতিমধ্যেই লকদাউন জারি হয়েছে। প্রয়োজন ছাড়া কাউকেই বাড়ির বাইরে না বেরোবার অনুরোধ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনকি লকডাউন না মানলে কঠোর শাস্তি কার্যকর হবে এটাও ঘোষণা হয়েছে। এবার আরও কড়াকড়ি ভাবে তেলেঙ্গানার রাজ্যবাসীকে বাড়ির বাইরে না বেরোবার নিদান দিলেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, লকডাউন না মেনে রাস্তায় কাউকে বেরোতে দেখলেই গুলির নিদান দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেন। পাশাপাশি দেশবাসীকে আগামী ২১ দিন বাড়িতে থাকারও পরামর্শ দেন। তাই প্রধানমন্ত্রী নির্দেশ কেউ অমান্য করলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রী দেশজুড়ে লকডাউন ঘোষণা করার পরই খড়গহস্ত হয়ে ওঠেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। প্রথমে তিনি জনগণের কাছে আবেদন করেন লকডাউনের সময় ঘরে থাকতে। সঙ্গে রাজ্যবাসীকে প্রশাসনের সঙ্গে সহযোগিতারও আরজি জানান। তিনি বলেন, ‘যদি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হবে। সেইসঙ্গে সেনাও মোতায়েন করা হবে।’ সঙ্গে একথাও বলেন “যাঁরা বিদেশ থেকে এসেছেন তাঁদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। কেউ এই নিয়ম ভাঙলে তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত হবে ও শাস্তি দেওয়া হবে।”