মধুমিতা দাস, বনগাঁ: বনগাঁয় লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নেমে নাকা চেকিং ও সীমান্ত এলাকা ঘুরে দেখলেন বনগাঁ পুলিশ জেলার এস.পি আইপিএস তরুণ হালদার।
সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে ভালো করে নজর রাখতে হবে যাতে বাংলাদেশ থেকে চোরা পথে কেউ এদেশে প্রবেশ করতে না পারে। সেই নির্দেশ পেয়েই বনগাঁ পেট্রাপোল পরিদর্শনে আসেন রাজ্য পুলিশের ডি.জি ও নিরাপত্তা উপদেষ্টা। বনগাঁ পুলিশ জেলার এস.পি তরুণ হালদার পেট্রাপোলের কালিয়ানি, বনগাঁর ঘুনারমাঠ সহ কাঁটাতারের পাশের রাস্তা পরিদর্শন করেন। একই সাথে এদিন তিনি গাইঘাটা থানার জোড়া ব্রীজ এলাকা ও বনগাঁর কালিতলা এলাকায় নাকা চেকিং করেন। এমনকি পথচলতি মানুষকে এস.পি নিজে জিজ্ঞাসা করেন, কেন বাইরে বেরিয়েছেন। মোট ৭৪ জনকে লকডাউন ভাঙার জন্য গ্রেফতার করা হয় ও ১৯ টি বাইক ও টোটো আটক করা হয়েছে বলে জানিয়েছেন এস.পি তরুণ হালদার।