লকডাউনের মাঝে পুলিশ প্রশাসনেরহাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলো গঙ্গারামপুরের রোটারি ক্লাব। সোমবার গঙ্গারামপুর থানার চত্বরে একটি কর্মসূচির মধ্যে দিয়ে এই মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয় গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডুর হাতে এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি বাবুল হোসেন সহ অন্নান্য পুলিশ কর্মী ও সিভিক ভলিন্টিয়ারেরা। এদিন এই সরঞ্জামগুলি পুলিশ প্রশাসনের হাতে তুলে দেন রোটারি ক্লাবের সেক্রেটারি সুব্রত মুখার্জি,প্রেসিডেন্ট রাজু মুখার্জি,শ্রীকান্ত সাহা,অনিমেষ সাহা,দেবকুমার বাগচী,পলাশ দে সহ আরো অনেকে।
করোনা ভাইরাস রুখতে রাজ্য জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের মাঝে দিন রাত এক করে কাজ করে চলেছে স্বাস্থকর্মী থেকে শুরু করে দমকল কর্মী,পুলিশ প্রশাসন ও প্রশাসনিক আধিকারিকেরা। তাদের সুরুক্ষার কথা মাথায় রেখে এবারে এগিয়ে আসলো গঙ্গারামপুরের রোটারি ক্লাব। ক্লাবের পক্ষ থেকে এদিন পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো মাস্ক ও স্যানিটাইজার। এই বিষয়ে ক্লাবের সেক্রেটারি সুব্রত মুখার্জি জানান, লকডাউনের মাঝে রোটারি ক্লাবের এমন কাজে খুশি গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন।