সাপ্তাহিক লকডাউন সফল করতে গঙ্গারামপুর শহরের পথে নামলো পুলিশ আধিকারিকেরা। লকডাউন সফল করতে অভিযানে নেমে ৮জনকে গ্রেপ্তার করার পাশাপাশি ৫টি মোটরবাইক ও ৬টি টোটো আটক করল গঙ্গারামপুর থানার পুলিশ। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, OC সমীর মন্ডল, টাউনবাবু শুভঙ্কর চক্রবর্তী,SI আসিরুল হক,ASI প্রদীপ রাজবংশী সহ অন্যান্য পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারেরা।প্রসঙ্গত করোনা মোকাবিলায় আজ গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে লকডাউন।আর এই লকডাউন সফল করতে বৃহস্পতিবার সকাল থেকেই তৎপর হতে দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ প্রশাসনকে। পাশাপাশি সকাল থেকেই গঙ্গারামপুর শহরের কালিতলা, বড়বাজার, চৌপথি, শিববাড়ি, বাসস্ট্যান্ড,নয়াবাজার সহ গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় গঙ্গারামপুর থানার পুলিশ আধিকারিকেরা। এদিন লকডাউন সফল করতে অভিযানে নেমে ৮ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ৫টি মোটরবাইক ৬টি টোটো আটক করে গঙ্গারামপুর থানার পুলিশ। এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস জানান।