নিজস্ব প্রতিবেদনঃ লকডাউনে বাড়িতে থাকুন’, মানুষকে সচেতন করতে গিয়ে গুলিবিদ্ধ যুবক, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের কাকরোলি এলাকায়। সূত্রের খবর, আহত যুবকের নাম জাভেদ। বৃহস্পতিবার তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্খাজনক। উল্লেখ্য, করোনা মোকাবিলায় যখন গোটা দেশ জুড়ে লকডাউন চলছে, বিভিন্ন রকম ভাবে মানুষকে স্বচেতন করা হচ্ছে যে, প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না বেরোতে সেই সময় অপ্রয়োজনীয়ভাবে একদল মানুষকে একই জায়গায় জমায়েত হয়ে জটলা হচ্ছে দেখে একজন সাধারন নাগরিক হিসাবে বোঝাতে গিয়ে চরম বিপদের মুখে পড়তে হল ওই যুবককে। জানা গিয়েছে, ওই এলাকায় একদল মানুষ জটলা করেছেন দেখে তাঁদের সচেতন করার চেষ্টা করেছিলেন ওই যুবক এবং তাঁর ভাই দিলশাদ। তাঁদের কে বাড়িতে থাকার পরামর্শ দিতে এলে প্রথমে জাভেদ এবং দিলশাদকে মারধর করা হয়। তারপরই ওই দলের মধ্যে থেকে একজন গুলি চালায় জাভেদের দিকে। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এই ঘটনায় ছ’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা প্রত্যেকেই পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।