October 7, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউনের রাতে বাইপাসের ওপর ভয়াবহ গাড়ি দুর্ঘটনা

লকডাউনের রাতে বাইপাসের উপরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা | এদিন রাত দশটা নাগাদ উল্টোডাঙ্গা দিক থেকে বেলেঘাটার দিকে বাইপাসের উপর দিয়ে ছুটি আসছিল মারুতি সুজুকি সুইফট ডিজার মডেলের একটি সাদা গাড়ি | ফুলবাগান মোড় এর কাছে নির্মীয়মান সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন এর কাছে এসেই বাঁদিকের ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাসের গান ফুটের ডিভাইডারের একবার ধাক্কা মারে গাড়িটি| এর পরেই দুর্ঘটনাগ্রস্ত গারিটি পরপর তিনবার পাল্টি খেয়ে প্রায় দুশো ফুট দূরে ছিটকে যায় | প্রত্যক্ষদর্শীদের দাবি, পালটি খাওয়ার সময় গাড়ি থেকে ছিটকে উল্টোদিকের ফুটে পড়ে যান গাড়ির চালক | বিকট আওয়াজ পেয়ে ছুটে আসে আশেপাশের লোকজন |রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় গাড়ির চালককে |এরপর এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাগান থানার পুলিশ এবং উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ডের কর্তারা | গাড়িটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না বলে জানা গিয়েছে | আশঙ্কাজনক অবস্থায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়, তবে আহত চালকের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি|