September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউনের মাঝে অসহায় মানুষদের মধ্যাহ্নভোজনের আয়োজন করল সরস্বতী সংঘ

লক ডাউনের মাঝে আজ বৃষ্টি কে উপেক্ষা করে রাস্তায় থাকা অসহায় মানুষদের জন্য সামর্থ্য মতো মধ্যাহ্নভোজের আয়োজন করেন চন্দননগর এর বাগবাজার সরস্বতি সংঘ ও প্রথম ফাউন্ডেশনের বেশ কিছু কলেজ পড়ুয়া। এদিন একটি টোটো তে তারা খাবারের প্যাকেট নিয়ে চন্দননগরের অধিকাংশ এলাকায় ঘুরে ঘুরে রাস্তায় থাকা অসহায় মানুষদের হাতে খাবারের প্যাকেট , জলের বোতল ও মাস্ক তুলে দেন ।
এ প্রসঙ্গে তারা বলেন , লক ডাউনের দিন গুলো রাস্তা জন শূন্য থাকে যার ফলে যাদের আশ্রয়ের যায়গা বলতে রাস্তার ফুটপাত তাদের ওই দিন গুলো অভুক্তই থাকতে হয়। ওইসব দিন গুলো তাদের জন্য আমরা আমাদের হাত খরচের টাকা বাঁচিয়ে সামর্থ্য মতো মধ্যাহ্নভোজের আয়োজন করেছি। আগামীদিনেও আমরা আমদের সামর্থ্য মতো তাদের পাশে থাকতে চাই।