লক ডাউনের মাঝে আজ বৃষ্টি কে উপেক্ষা করে রাস্তায় থাকা অসহায় মানুষদের জন্য সামর্থ্য মতো মধ্যাহ্নভোজের আয়োজন করেন চন্দননগর এর বাগবাজার সরস্বতি সংঘ ও প্রথম ফাউন্ডেশনের বেশ কিছু কলেজ পড়ুয়া। এদিন একটি টোটো তে তারা খাবারের প্যাকেট নিয়ে চন্দননগরের অধিকাংশ এলাকায় ঘুরে ঘুরে রাস্তায় থাকা অসহায় মানুষদের হাতে খাবারের প্যাকেট , জলের বোতল ও মাস্ক তুলে দেন ।
এ প্রসঙ্গে তারা বলেন , লক ডাউনের দিন গুলো রাস্তা জন শূন্য থাকে যার ফলে যাদের আশ্রয়ের যায়গা বলতে রাস্তার ফুটপাত তাদের ওই দিন গুলো অভুক্তই থাকতে হয়। ওইসব দিন গুলো তাদের জন্য আমরা আমাদের হাত খরচের টাকা বাঁচিয়ে সামর্থ্য মতো মধ্যাহ্নভোজের আয়োজন করেছি। আগামীদিনেও আমরা আমদের সামর্থ্য মতো তাদের পাশে থাকতে চাই।