January 3, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রেশন দুর্নীতির অভিযোগে খালি থালা ও লন্ঠন সামনে রেখে বিক্ষোভ বিজেপির

খালি থালা ও লন্ঠন সামনে রেখে বিক্ষোভ। লকডাউনে কাজ হাড়ানো গরীব মানুষদের তিনমাস বিদ্যুৎ বিল মুকুর, রেশন কার্ড থাকা স্বত্তেও হয়রানি, রেশনের সামাগ্রী সটিক ভাবে, ফুড কুপন নামে হয়রানি বন্ধ সহ অন্যান্য দাবি সামনে রেখে প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি শহর মন্ডল সভাপতি ভবানি চরন সিংহ, উতপল মজুমদার, জগরনাথ ভভট্টাচার্য, তারনি কান্ত রায়, সুন্দর পাসবান, বাপি সরকার, বিমল বর্মন সহ অনান্য।