March 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ, ডেপুটেশন জমা দিল পাঁচটি গ্রামের মানুষ

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- আবারো রেশন ডিলারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে অঞ্চল অফিসে ডেপুটেশন জমা দিল পাঁচটি গ্রামের মানুষ, এমনই ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের পাথুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়, গ্রাম বাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই ডিলার বিভিন্নভাবে নানান দুর্নীতির সঙ্গে যুক্ত, এখানেই শেষ নয় গ্রাম বাসীদের আরো অভিযোগ ডিলারের অধীনে ৮০০ ভুও কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী আত্মসাৎ করছে ওই ডিলার, আমরা একত্রিত হয়ে অঞ্চল অফিসে স্মারক লিপি প্রদান করি এইসব দুর্নীতিগ্রস্ত ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়, যদি না প্রশাসনের তরফ থেকে আইনি ব্যবস্থা না নেয়া হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন গ্রাম বাসীরা। অন্য দিকে অঞ্চল প্রধানের বক্তব্য দীর্ঘদিন ধরে এই রকম ডিলারের কার্যক্রমে সরকারের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়,আমরা ব্লক স্তরে এই অভিযোগ জানাবো যাতে অবিলম্বে প্রশাসনিক ভাবে এই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেই দিকটা আমরা নজর রাখব, অন্য দিকে এই ডিলারের বিরুদ্ধে নানা অভিযোগের উল্টো সুর চড়ালেন পরিবার, তাদের বক্তব্য প্রশাসনিক ভাবে যা ব্যবস্থা নেয়া হবে তা আমরা মাথা পেতে নেব, যদিও এই ঘটনা জানা জানি হওয়ার পর গোটা এলাকায় শোর গোল পড়ে গিয়েছে।