December 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রেল লাইনের ধার থেকে সদ্যোজাত শিশু উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য মালদা

মালদা,  । রেল লাইনের ধার থেকে সদ্যোজাত শিশু উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের কৃষ্ণপল্লি এলাকায়। রবিবার সকালে স্থানীয় কিছু মানুষ রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঝোপের মধ্যেই মৃত সদ্যোজাত শিশুটিকে দেখতে পাই। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। মৃত সদ্যজাতো শিশুর দেহটি উদ্ধার করে পুলিশ মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , উদ্ধার হওয়া মৃত সদ্যজাত শিশুটি ছেলে ।তবে কে বা কারা রেললাইনের ধারে ঝোপের মধ্যে শিশুটিকে ফেলে গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কৃষ্ণপল্লী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের উল্টোদিকে রয়েছে মালদা মেডিকেল কলেজ। আশেপাশে একাধিক নার্সিংহোম, প্যাথলজিক্যাল সেন্টার রয়েছে । এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। প্লাস্টিকে মুড়িয়ে সদ্যোজাত শিশুদের মৃত অবস্থায় ঝোপের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে । এই ঘটনার পিছনে একশ্রেণীর অসাধু চক্র কাজ করছে। তবে এরকম ঘটনা তারাই ঘটাচ্ছে না কেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।