ট্রেন যাত্রীদের লক্ষ্যকরে ইটবৃষ্টির অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শিশুদের নিয়ে কোনওরকমে লুকিয়ে প্রাণরক্ষা করলেন রেলযাত্রীরা। ঘটনায় আহত হয়েছে ২ শিশু। মিলনমেলা উপলক্ষে হলদিবাড়ি থেকে যাত্রীবোঝাই ট্রেন যচ্ছিল শিলিগুড়ির উদেশ্যে। যাত্রীরা জানান, কাশিবাড়ি স্টেশন আসতেই শুরু হয় ইটবৃষ্টি। তাতেই জখম হয় শিশুরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কাশিবাড়ি স্টেশনে।
এরপর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় জলপাইগুড়িতে নামানো হয় যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, আরপিএফ-কে জানানো হলেও তাদের পক্ষথেকে কোনও সাহায্য মেলেনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আরপিএফ।
আহত ২ শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে ওই শিশুদের নিয়ে ফের শিলিগুড়ি রওনা দেয় তাদের পরিবার।