সারা দেশ জুড়ে দ্বিতীয় দফার যে লকডাউন চলছে তা শেষ হওয়ার কথা ৩ মে। তারপরেও লকডাউন চালিয়ে নিয়ে যাওয়া হবে কিনা বা লকডাউন তোলা হলে কিভাবে বা কোন পদ্ধতিতে তোলা হবে সেই সব বিষয়গুলো নিয়েই সারা দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, বৈঠকে চারটি রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বাড়িয়ে নিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তবে সিদ্ধান্ত হয়েছে যে সারা দেশকে তিনটি জোনে ভাগ করা হবে। রেড জোন, অরেঞ্জ জোন ও গ্রিন জোন।
রেড জোন এলাকাভুক্ত জায়গায় কোনোভাবেই লকডাউন ৩ তারিখের পর তোলা হবে না বরং আরো কঠোর ভাবে সেইসব এলাকায় লকডাউন বলবৎ করা হবে।
অরেঞ্জ জোন এলাকায় অল্প কিছু ছাড় দিয়ে লকডাউন বলবৎ থাকবে।
গ্রীন জোন এলাকায় ছাড়ের সংখ্যাটা অনেকটাই বাড়ানো হবে। তবে ট্রেন ও বিমান পরিষেবা এখনই শুরু করা হবে কিনা সে নিয়ে কোন নিশ্চিত সিদ্ধান্তে আসা যায় নি। সব রাজ্যেই এই বিষয়ে কেন্দ্রকেই সিদ্ধান্ত নিতে বলেছে। সেই সঙ্গে সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজ্য থেকে তাদের নিজের নিজের রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ চাওয়া হয়েছে।