দক্ষিণ দিনাজপুর, বর্ষা এলেই এক হাটু কাদা টপকে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। কোন অজপাড়া গাঁ নয়, দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার ১১নম্বর ওয়ার্ড সরাইঘাট মালম এলাকার ঘটনা।অভিযোগ পৌর এলাকা হওয়া সত্বেও দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেহাল কাঁচা রাস্তা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের তরফে।এদিকে বর্ষা এলেই অত্যন্ত বেহাল কাঁচা রাস্তার ওপর দিয়ে ট্রাক্টরের দৌরাত্ম্যে চলাচল বন্ধের উপক্রম হয় বাসিন্দাদের।সরাইহাট থেকে মালম হয়ে বটতলী মোড় অব্ধি রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। জানা যায় খারাপ রাস্তার কারণে এলাকার কৃষকরা কৃষিজ পণ্য নিয়ে ঘুরপথে প্রায় কয়েক কিলোমিটার দূর ঢুমসাদিঘি দিয়ে যাতায়াত করতে বাধ্য হন।
বাসিন্দারা জানান বিগত দিনে বছর খানিক আগে সরকারি তরফে একবার রাস্তায় পাথর ফেলা হলেও রাস্তা সংস্করনের বিষয়টি বাস্তবায়িত হয়নি। কতদিনে বেহাল রাস্তা সংস্করণ হবে এবং এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগ মিটবে সে আশাতেই দিন গুনছেন সরাইহাট মালোম এলাকার বাসিন্দারা|