নিজস্ব সংবাদদাতা মালদাঃ- রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগে পুড়ে গেল পাঁচটি ঘর। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভিঙ্গল জিপির খোকড়া গ্রামে। তবে আগুনে হতাহতের কোনও খবর নেই।
দমকল বাহিনী সূত্রে জানা যায় রান্নার গ্যাসের পাইপ লিক করে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে।ক্ষতিগ্রস্ত হয়েছে সামীম আলি ও বাবুল হকের একটি করে রান্না ঘর ও গোয়াল ঘর সহ সামীম এর একটি বসত বাড়ি ও পুড়ে ছাই হয়ে যায় নগদ ৩৫ হাজার টাকা।পলকের মধ্যেই প্রতিবেশী মহম্মদ দুলাল ও মহিম আলির বাড়িতে আগুন লেগে কিছু অংশ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ সামীম হকের স্ত্রী নাজিমা বিবি জানান সকাল বেলা রান্না ঘরে গ্যাস সিলিন্ডারে চা তৈরি করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন ধরে যায়। আগুন লাগার পরেই দাউদাউ করে জ্বলতে শুরু করে। স্থানীয়েরা প্রথমে বালতি করে জল দিয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।