রাজ্য থেকে এবার বিদায়ের পথে শীত। এক ধাক্কায় পারদ তিন ডিগ্রি বৃদ্ধি পেল। মঙ্গলবারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.5 ডিগ্রি সেলসিয়াস। তবে জেলায় কিন্তু সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভব করা যাচ্ছে। কলকাতাতে সকালের দিকে বেশ কিছুটা গরম অনুভব হচ্ছে। তবে সন্ধ্যার পর একটু হলেও পরিবর্তন হয় আবহাওয়ার। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহে ফের পশ্চিমী ঝঞ্ঝার জেরে মেঘলা হতে পারে আকাশ।