বছরের শুরু থেকেই রাজ্য সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে যৌথ কর্মসূচির উপর জোর দিয়েছিল। গুরুত্ব দেওয়া হয়েছিল লাগাতার সচেতনতা অভিযানের উপর। তার পরেও কমছে না সংক্রমণ। ফেলে আসা সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৪৬ জন। মোট আক্রান্ত ৩০ হাজার ছুঁইছুঁই।
ডিসেম্বরে শীত তেমন নেই কিন্তু দাপট দেখাচ্ছে ডেঙ্গু। স্বাস্থ্যদপ্তরের রেকর্ড অনুযায়ী, ২ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্ত ২৯ হাজার ৫২২ জন। পরের ৫-৬ দিনে আক্রান্তের সংখ্যা আরও কিছুটা যে বেড়েছে তা বলাইবাহুল্য।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের তথ্য বলছে, এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গু পজিটিভ হয়েছে ২৩ হাজার ৮৪ জন। উলটোদিকে বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গু টেস্টের পর রিপোর্ট পজেটিভ ৬ হাজার ৪৮৩ জনের। এই তথ্য আরও একটা দিক স্পষ্ট করে দিচ্ছে যে মানুষ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি স্বাস্থ্যব্যবস্থার উপরই আস্থা রাখছে।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী