July 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ্যে ফের গ্রেফতার জেএমবি জঙ্গি

রাজ্যে ফের গ্রেফতার জেএমবি জঙ্গি৷ ধৃত জঙ্গির নাম শেখ নাজিবুল্লা৷ বীরভূমের পাইকর থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ৷ ধৃতের আইএস যোগেরও প্রমাণ মিলেছে৷ এ দিনই তাকে ব্যাঙ্কশাল আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কলকাতা পুলিশ৷ আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত ধৃতের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷এসটিএফ সূত্রে খবর, ধৃত নাজিবুল্লা পাইকরে একটি প্রেস চালাত৷ কিন্তু তার আড়ালেই জঙ্গি কার্যকলাপ চালাত সে৷ ২০১৮ সালে দলাই লামার সফরের আগে বৌদ্ধ গয়ায় হওয়া আইডি বিস্ফোরণের ঘটনাতেও নাজিবুল্লা অন্যতম চক্রী ছিল৷ আবার খাগড়াগড় কাণ্ডে অভিযুক্তদের সঙ্গেও তার যোগাযোগ ছিল৷ খাগড়াগড় কাণ্ডের পর ধরপাকড় শুরু হওয়ায় বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল নাজিবুল্লা৷ পরে পরিস্থিতি বুঝে ফিরে আসে সে৷ এর পরই পাইকরে প্রেস খোলে নাজিবুল্লা৷জেএমবি-র অন্যতম শীর্ষ মাথা সালাউদ্দিনের ঘনিষ্ঠ ছিল নাজিবুল্লা৷ বীরভূম মডিউলের দায়িত্বে ছিল সে৷ ধৃতের বাড়ি থেকে বেশ কিছু চরমপন্থী ভাবধারার বই, জেহাদি প্রচারের লিফলেট পেয়েছে এসটিএফ৷ বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতের মোবাইল ফোনও৷ ফেসবুকেও সাকিব আলি নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল নাজিবুল্লা৷ মূলত জেহাদি ভাবধারায় আকৃষ্ট করে তরুণদের মগজ ধোলাই করাই ছিল তার লক্ষ্য৷ দু’ দিন ধরে পাইকরে ঘাঁটি গেড়ে থেকে শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে নাজিবুল্লাকে জালে তোলেন এসটিএফ-এর অফিসাররা৷এ দিন আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, ধৃতের বাড়িতে হানা দিয়ে ভারত এবং পাকিস্তানকে মিলিয়ে তৈরি একটি ম্যাপ মিলেছে৷ ভারত এবং বাংলাদেশকে নিয়েও একই ধরনের ম্যাপ পাওয়া গিয়েছে । ২০১৬ সালে আইএস জঙ্গি মুসাকে গ্রেফতার করেছিল সিআইডি৷ তার পর ফের রাজ্যে দ্বিতীয় কোনও জঙ্গিকে গ্রেফতার করা হল যার সঙ্গে আইএস যোগ রয়েছে৷ ধৃত নাডিবুল্লাকে এনআইএ-ও খুঁজছিল৷ ইতিমধ্যেই এনআইএ-এর তরফে এসটিএফ-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷