মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কালিম্পং এর করোনা আক্রান্ত রোগীর মৃত্যু। রবিবার রাত দুটো নাগাদ মৃত্যু । বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়েছিল বলে জানান হাসপাতাল সুপার। ওই ব্যক্তি এসআরএমবি তে রিটার্ড করেছিলেন তিন মাস আগেই। অবসর পাওয়ার পর কাজ করতেন কলকাতা অফিসে বিগত ৩ মাস ধরে। 13 তারিখে একটা অনুষ্ঠানে যান তিনি। সেদিন দুপুরে বড়জোড়াতে অন্য আরেক অনুষ্ঠানে যান কারখানায়, রাতে বাড়ি ফিরতে না পারায় তিনি তাতিনি হোটেলে থাকেন। পরের দিন আবার কারখানায় আসেন। ১৪ তারিখ বিকেলে ফিরে যায়। কারখানা বন্ধ থাকার কারণে কারখানা কর্তৃপক্ষ এখন কাউকে পাওয়া যায়নি। তবে ঐদিন অনুষ্ঠানে কারা কারা ছিলেন সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কিছুক্ষণের মধ্যেই লিস্ট দেবে বলে জানা গিয়েছে। এই নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হল।