October 4, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রাজ্যে প্রথম ভার্চুয়াল লোক আদালত অনুষ্ঠিত হল মালদা জেলাতে

মালদাঃ-করোনা আবহের মধ্যে রাজ‍্যে প্রথম ভার্চুয়াল লোক আদালত অনুষ্ঠিত হল মালদা জেলাতে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদহ আদালতের জেলা আইনি সহায়তা কেন্দ্রের নিজস্ব ভবনে জেলা জজ সাহেবের উপস্থিতিতে ভার্চুয়াল লোক আদালতের সূচনা হয়। অন্তত ছ’শোটি মামলার নিষ্পত্তি হয় এদিনের লোক আদালতের এজলাসে। সাক্ষ গ্রহণ থেকে শুনানি, সবই চলে অনলাইনে। এবারের এই লোক আদালতে বিচাকমণ্ডলীর আসনে ঠাঁই পেয়েছেন মালদা জেলার দু’জন সাংবাদিক। তাঁরা হলেন বাবুল হক এবং সৌম‍্য দে সরকার।