সামনেই পুরভোট। আর তার আগেই রাজ্যের রাজনৈতিক দিকে এক নতুন মোড় দেখতে পাওয়া গেল। জানা গিয়েছে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে হঠাৎ দেখা করতে গিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন সেখানে দু’জনের মধ্যে বেশ কিছুক্ষন ধরে কথা হয়। যা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
অনেকের মতে পুরভোটের মুখে বিজেপির হয়ে লড়াইয়ে নামছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়— অন্তত রাহুল সিনহার তরফে এমনই ইঙ্গিত ছিল। তাহলে কি বৈশাখীর মাধ্যমে শোভন চট্টোপাধ্যায়কে দলে ফেরাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়! তবে প্রশ্ন হচ্ছে নবান্নে কী কথা হয়েছে দুজনের মধ্যে?
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বৈশাখীর কাছে শোভন চট্টোপাধ্যায়ের খোঁজ খবর নেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, পুরভোটের মুখে বিজেপি শিবিরের শোভন চট্টোপাধ্যায়ের সক্রিয়তা ঠেকাতেই এবার আসরে খোদ তৃণমূল সুপ্রিমো? যদিও এ সব জল্পনা উড়িয়ে কলেজ সংক্রান্ত বিষয়েই আলোচনা হয়েছে বলে দাবি করেন মিল্লি আল আমিন কলেজের অধ্যাপিকা বৈশাখী।