February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী

সোমবার বিকেল সাড়ে পাঁচটায় রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতদৃষ্টিতে সৌজন্য বৈঠক হলেও এটি তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, রাজ্যপাল আমন্ত্রণ করেছেন মুখ্যমন্ত্রীকে। যেহেতু রাজ্যপাল নতুন ছয় বিধায়কের শপথ নিয়ে কোনও জটিলতা তৈরি করেননি, বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করিয়েছেন; কিংবা উপাচার্য ইস্যুতেও সুপ্রিম কোর্টের বক্তব্যের পর অনেক নরম হতে বাধ্য হয়েছেন, তাই মুখ্যমন্ত্রীও সৌজন্যে খামতি রাখছেন না। তিনিও রাজ্যপালের চা খাওয়ার আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে যাবেন। সূত্রের খবর, উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে।

সূত্রটি আরও বলছে, যে কোনও কারণেই হোক, রাজ্যপাল এখন রাজ্য সরকারের সঙ্গে কোনও সংঘাতমূলক পরিস্থিতিতে না জড়ানোর বার্তা দিচ্ছেন। মুখ্যমন্ত্রীও সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছেন। উল্লেখ্য, এর আগে গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের বিকেলে প্রথাগত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজভবনে গেলেও রাজ্যপালকে কার্যত এড়িয়ে মূলত উত্তরের অলিন্দে অন্যদের সঙ্গে বসেই সময় কাটিয়ে দেন।