রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি।
সক্রিয় মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ দক্ষিণে সরে বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে।
কলকাতায় মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 91 থেকে 95 শতাংশ। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 1.3 মিলিমিটার।
আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।
বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরো কমবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আগামী 48 ঘণ্টায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় দু-এক পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি কোচবিহার জলপাইগুড়িতে। রবি ও সোমবার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।