January 3, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রবিবারও ভোগান্তি জারি থাকবে বৃষ্টির৷

পুজো যত এগিয়ে আসছে, ততই যেন মেঘ জমছে কলকাতার আকাশে৷ রবিবারও ভোগান্তি জারি থাকবে বৃষ্টির৷ ঘূর্ণাবর্তের জেরে রবিবার রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল৷ তার জেরে শনিবার রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টি হয়েছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবারও কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে৷ রবিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মু্র্শিদাবাদে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতামূলক পরিস্থিতি তৈরি হয়নি৷

গত সপ্তাহে বৃষ্টি কমার পর থেকেই ফের ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ রোদের তাপে ছাতা ছাড়া বাইরে বেরনোও দায়৷ মহালয়াতেও বঙ্গবাসীর পিছু ছাড়ল না বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপের প্রভাব কেটে গেলেও বৃষ্টি এখনই বন্ধ হবে না। রাজ্যের প্রায় সব জেলাই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে আগামী কিছু দিন। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। সতর্কতা জারি করা না হলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে।