October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রথ এ নয় এবার কুচবিহারের কুলো দেবতা মদনমোহন দেব তার মাসির বাড়ি যাবে সুসজ্জিত গাড়িতে

কোচবিহার : রথ এ নয় এবার কুচবিহারের কুলো দেবতা মদনমোহন দেব তার মাসির বাড়ি যাবে সুসজ্জিত গাড়িতে।
করোনা অবহের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন ।সমস্ত নিয়ম মেনেই পুজো হবে এবং মদন মোহন দেব তার মাসীর বাড়ি যাবেন।
রথ যাত্রা কে ঘিরে কোচবিহার গঞ্জ বাড়িতে ৭ দিনের একটা মেলা বসে এবং সেখানে বহু ভক্ত বিন্দু রা ভিড় করে মদন মোহন দেব কে দেখতে ।কিন্তু সে সব এখন অতীত করোনা আবহে ভক্তদের ভিড় এড়াতে গতকাল থেকেই প্রশাসনের থেকে মাইকিং করা হয়েছে যাতে ভক্ত বিন্দু রা সেখানে এসে ভিড় না বাড়ায় ।
রথ এর দড়ি টানার জন্য সকাল থেকেই ভিড় করে থাকে মদন মোহন মন্দিরের সামনে ভক্তরা কিন্তু এবার এর ছবি টা একে বারেই অন্য রকম ।সকাল থেকেই নিরাপত্তায় মুরে ফেলা হয়েছে মদন মোহন মন্দির চত্বর কে কোনো ভাবেই যাতে ভক্তরা ভিড় করে সামাজিক দূরত্ব ভাঙতে না পারে ।এবং প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যখন মদন মোহন দেব তার মাসীর বাড়ি যাবে তখন ও প্রশাসনিক নিরাপত্তায় নিয়ে যাওয়া হবে কোনো ভাবেই যাতে রাস্তায় ভক্তদের ভিড় না থাকে ।