May 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

রক্ত ঝরানো আর নয়, রক্তদান করে মহরম পালন কালিয়াচকে

মালদাঃ- কালিয়াচকে পবিত্র মহরমে রক্ত না ঝড়িয়ে রক্ত দান করলো এক দল যুবক ।
তোমার রক্তে আমার জীবন,আমার রক্তে তোমার জীবন এই স্লোগান নিয়ে পবিত্র মহরম উপলক্ষে ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় এবং মালদা ব্লাড আর্মি সহযোগিতায় শনিবার দিন মালদহের কালিয়াচক থানার আলিপুর ঈদগাহ গেটে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এদিন উদ্যোক্তাদের একটাই স্লোগান ছিল আমরা আর রক্ত ঝড়াবনা , বহু মানুষের স্বার্থে মানুষকে রক্ত দান করেই আমরা মহরম পালন করবো।এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৫০ জন যুবক ও যুবতী রক্ত দান করেন।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সাফিউর রহমান,সম্পাদক রিয়াজুল খান সহ ক্লাবের সকল সদস্যরা ও মালদা ব্লাড আর্মি সভাপতি স্নেহা জয়সোয়াল সহ সদস্যরা।