বালুরঘাটে মূক ও বধির যুবতীকে শ্রীলতাহানির অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। রবিবার শহরের পুরাতন ডাকবাংলো পাড়ার শিব মন্দির এলাকায় টোটো দাড় করিয়ে চালক যুবতীর গায়ে হাত দিতেই সে কান্নাকাটি করে। এরপর এলাকাবাসী বিষয়টি দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে। টোটো চালককে আটকে চলে মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। এরপর যুবতীকে উদ্ধার করে ও টোটো চালক কে আটক করে বালুরঘাট থানায় নিয়ে যায় পুলিশ।