এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। সোমবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার রাজিবপুর শিববাড়ি এলাকায়। ঘটনার পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে|
পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম বিপিন টুডু (২১) বাড়ি ওই এলাকাতেই। পেশায় সে ছিল একজন স্টিল ফার্নিচার কর্মী।পরিবার সূত্রে খবর প্রতিদিনের মত রবিবার রাত্রে খাবার খেয়ে নিজের ঘরেই শুয়ে ছিলেন যুবক। এরপর গভীর রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় যুবক। এরপরে ভোর ৪টে নাগাদ ওই এলাকায় গঙ্গারামপুর থানার পুলিশ কর্মীরা টহল দিতে গেলে দেখতে পায় যুবকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনার পরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। কান্নায় ভেঙে পরে পরিবারের লোকজন।ঘটনার পরে পুলিশ যুবকের দেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে যুবককে। সোমবার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এবিষয়ে মৃত যুবকের এক আত্মীয় জানিয়েছেন।