December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সম্পর্কের তিক্ততা নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন

যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সম্পর্কের তিক্ততা নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন। সোশাল মিডিয়ায় নিজের নাম থেকে সেনগুপ্ত পদবী বাদ দিয়েছিলেন অভিনেত্রী-প্রযোজক। সেই থেকেই দুজনের মনোমালিন্যের জল্পনা তুঙ্গে। বিষয়টি নিয়ে যিশু ও নীলাঞ্জনা এখনও পর্যন্ত সরাসরি কোনও কথা বলেননি। তবে নীলাঞ্জনার পোস্টে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য থাকে। এবার জীবন বোধ নিয়ে এমন বার্তা নীলাঞ্জনা শেয়ার করলেন যাতে ডিভোর্সের উল্লেখ রয়েছে।

ইনস্টা স্টোরিতে এই বার্তা শেয়ার করেছেন নীলাঞ্জনা। যার উপরে লেখা ‘বিশ্বাস’। এর পরই আবার লেখা, ‘কেউ হয়তো ২১ বছরে স্নাতক হয়েছেন কিন্তু ভালো চাকরি পেতে ১০ বছর অপেক্ষা করতে হয়েছে। কারও হয়তো শিক্ষাই ছিল না, অথচ মাত্র ২৫ বছর বয়সে লাখপতি হয়ে গিয়েছেন। কেউ ২৫ বছরে বিয়ে করে, কিন্তু ৫ বছর পরই ডিভোর্স হয়ে যায়। কেউ ৪০ বছরে বিয়ে করেছে কিন্তু চিরকালীন প্রেমের সন্ধান পেয়ে গিয়েছে। তাই আপনার দেরি হয়নি, আবার সময়ের আগেও কিছু হয়নি। আপনি যেখানে রয়েছেন ঠিক সেখানেই থাকার কথা ছিল।’