যাত্রী পরিবহনের জন্য বালিগঞ্জ থেকে টালিগঞ্জ রুটে ইতিমধ্যেই ট্রাম পরিষেবা চালু করেছে রাজ্য পরিবহন দপ্তর।
এবার চালু হতে চলেছে হাওড়া ব্রিজ থেকে রাজাবাজার পর্যন্ত ট্রাম পরিষেবা। বৃহস্পতিবার এই রুটে পরীক্ষামূলক ভাবে ট্রাম চালানো হয়। সম্ভাব্য আগামী দিন-দুয়েকের মধ্যেই এই রুটে যাত্রী পরিবহন শুরু হবে।সেক্ষেত্রে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ২৫ মিনিট অন্তর ট্রাম চালানো হবে।
সুরক্ষার জন্য ট্রামের চালক ও কন্ডাক্টর উভয়েই পিপিই কিট ব্যবহার করবেন। ট্রিপ শেষে হাওড়া ব্রিজ এলাকা ও রাজাবাজার ডিপোতে ট্রাম স্যানিটাইজ করা হবে।কোনো অবস্থায় অতিরিক্ত যাত্রী নয়, ট্রামে যত আসন তত যাত্রী নিয়ে পরিষেবা চালু হবে। এর পরের লক্ষ্য কলকাতার বাকি ৪ ট্রাম রুটে যাত্রী পরিষেবা চালু করা।
পরিবহন দপ্তর সূত্রে খবর, বাকি চার রুটের একাধিক জায়গায় এখনও ওভারহেড তার সম্পূর্ণ মেরামতির কাজ শেষ হপয় নি। বেশ কিছু জায়গাতে গাছ পড়ে ট্রাম লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব কাজ সম্পূর্ণরূপে শেষ না হওয়া অবধি ট্রাম পরিষেবা চালু করা সম্ভব নয়। তবে যাবতীয় কাজ দ্রুত শেষে করে সব রুটে ট্রাম পরিষেবা চালু করার বিষয়ে আশাবাদী রাজ্য পরিবহন দপ্তর ।