December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

যাত্রীবাহী বাস উল্টে আহত প্রায় ৩০ জন

বেহাল রাস্তায় কারণে যাত্রী সহ পাল্টি খেলো যাত্রীবাহি বাস।ঘটনাটি ঘটেছে ১৪নং জাতীয় সড়কের নাকপুর চেকপোস্টের কাছে।বাস টি রামপুরহাট থেকে বহরমপুর এর দিকে যাচ্ছিলো রাস্তার বেহাল অবস্থা তাই নিয়ন্ত্রণ না করতে পেরে উল্টে গেলো বাসটি।কমপক্ষে ৩০,৪০ জন মতো যাত্রী ছিলেন বাসটির মধ্যে তার মধ্যে প্রায় কমপক্ষে ২৫,৩০জন আহত হন।এবং 5,৭জন এর অবস্তা আশঙ্কা জনক বলে তাদের রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয় সূত্রে জানা যায় নলহাটি থেকে মোড়গ্রাম পযন্ত রাস্তার বেহাল দশা রাস্তায় বড় বড় গর্ত,প্রায় অক্সিডেন্ট হয় প্রশাসনকে জানিয়েও কনো লাভ হয় নি।