
দিনের ব্যস্ত সময়ে যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। শনিবার মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোমবার, ১৩ জানুয়ারি থেকে চালু হবে বাড়তি মেট্রো। সকাল ও বিকেলে অফিস যাতায়াতের সময়ে আপ ও ডাউনে মোট ১৪ টি বাড়তি মেট্রো চালানো হবে। তবে শুরু ও শেষ মেট্রোর সময় প্রায় অপরিবর্তিতই থাকছে। কলকাতা মেট্রোর নয়া বিজ্ঞপ্তিতে খুশি নিত্যযাত্রীরা। সোমবার থেকে আর ততটা ভিড় ঠেলে পাতালপথে যাতায়াত করতে হবে না, তা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা।
কলকাতা মেট্রোর তরফে শনিবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা – এই ব্যস্ত সময়ে নোয়াপাড়া ও কবি সুভাষের মধ্যে সাত জোড়া বাড়তি মেট্রো চলবে। এই সময়ে আপ ও ডাউনে ৬ মিনিট পরপর মিলবে পরিষেবা। তাতে ভিড়ের চাপ বেশ কিছুটা সামাল দেওয়া যাবে বলে আশা কর্তৃপক্ষের। আপাতত ১৩ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে বাড়তি ১৪টি মেট্রো চালানো হবে। যাত্রী সংখ্যা দেখে এই পরিষেবা জারির বিষয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
More Stories
চন্দননগর পুলিশের জালে ভুয়ো এডিজি কোস্টগার্ড
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী