নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- আবারো জেলা পুলিশের সাফল্য, দিনের পর দিন ক্রমেই রাস্তাঘাটে বাড়ছে চুরি ছিনতাই।আর ক্রমশ রাতের ঘুম উড়ে গিয়েছিল পুলিশ প্রশাসনের। অব শেষে বিশাল সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার পুলিশ। বেশ কয়েক দিন আগে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে রাস্তায় যাওয়ার পথে উড়িষ্যা এক ব্যক্তির কাছ থেকে মোবাইল চুরি ঘটনা ঘটে। সেই চুরির ঘটনা পাঁশকুড় থানার অদূরে ঘটে। সেই কেসে পাঁশকুড়া থানার পুলিশ তদন্তে নেমে বড় সাফল্য পেল পাঁশকুড়া থানার পুলিশ। প্রথম কে সে দু’জনকে গ্রেফতার করে গত ৫ ই আগস্ট। ১৬ আগস্ট দ্বিতীয় চুরির ঘটনা অভিযুক্ত এক জনকে গ্রেফতার করে। পরে ২৭ আগস্ট আরো তিনজন জনকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। তদন্তে নেমে ৩৮ টি মোবাইল ও চারটি পাসপোর্ট চারটে ব্যাংকের পাস বই উদ্ধার করে পাঁশকুড়া থানার পুলিশ। এই কেসে মোট ৬ জনকে গ্রেপ্তার করে। এরা সবাই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অদূরে বাড়ি। পূর্ব মেদিনীপুর জেলার এডিশনাল এসপি এম এম হাসান বলেন যে বিভিন্ন জায়গার মোবাইল চুরির ঘটনার পর আমাদের কাছে কমপ্লেন আছে। এরপর পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র তদন্তে নেমে প্রথম কেসে দুজন এবং দ্বিতীয় কে সে একজন তৃতীয় বারে তিন জনকে গ্রেফতার করে। তবে পুলিশের তৎপরতায় এবার এলাকায় চুরির ঘটনা কমতে পারি বলে মনে করছে এলাকার বাসিন্দারা।